চান্দিনা (কুমিল্লা): বসন্তের শুরুতে হঠাৎ শিলা বৃষ্টিতে কুমিল্লায় ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গভীররাত থেকে বুধবার দিনভর থেমে থেমে হওয়া বৃষ্টিতে ফসলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে জেলার ১৬ উপজেলায় কৃষকদের চাষ করা এক হাজার ৮৫৪ হেক্টর টমেটোসহ ১৩ হাজার ৫০ হেক্টর জমির সবজি, ১৫ হাজার হেক্টর জমির আলু, এক হাজার ৪৯০ হেক্টর খিরা, ৩৩০ হেক্টর জমির বাঙ্গী, চার হাজার ৫৫০ হেক্টর জমির কাঁচা মরিচের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, শিলা বৃষ্টিতে ফসলের মাঠে জমে থাকা পানি থেকে নিজেদের ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা করছেন কৃষকরা।
বুধবার জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, উপজেলার চান্দিনা-দেবিদ্বার-বুড়িচং-দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার আলু ক্ষেতে পানি জমে আছে। কোনো কোনো আলু ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় কেউ কেউ ওই জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন, অনেকে আবার পানির ভেতর দিয়ে আলু উত্তোলন করতে দেখা গেছে।
শিলা বৃষ্টিতে চান্দিনা উপজেলার বিভিন্ন টমেটো ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
ফসলের মাঠে কৃষকদের এমন চিত্র ধারণ করতে গেলে চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের কৃষক সামছুদ্দিন তীব্র ক্ষোভ ঝেড়ে বলেন, আমরার অবস্থা খারাপ হইয়া গেছে, আর আফনেরা রঙ্গে আছেন, ফটু তুলেন...।
একই উপজেলার তুলাতলী গ্রামের কৃষক ফরিদ উদ্দিন জানান, যে টমেটো, খিরা বা বাঙ্গীতে শিলা বৃষ্টি পড়েছে, সেগুলো পচে যাবে।
এ ব্যাপারে কৃষিবিদ শওকত হোসেন জানান, এ মৌসুমের বৃষ্টি আলুর জন্য ক্ষতি কারণ হতে পারে। শিলা বৃষ্টি শুধু ফল ও সবজিতে নয়, ধানের জন্যও ক্ষতিকর। বৃষ্টি যদি স্থায়ী না হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক কম হবে।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মো. আসাদুল্লাহ জানান, বৃষ্টির পর আমরা বিভিন্ন উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখেছি, এখনও তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর যদি বৃষ্টি না হয় ক্ষতি কম হবে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআই/