ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে

জাতীয় সংসদ ভবন থেকে: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।



শাজাহান খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক বক্তব্যে ও অবস্থান এবং ঢাকায় দেশটির দূতাবাসের দুই কর্মকর্তার কর্মকাণ্ড প্রমাণ করে পাকিস্তান হাইকমিশন কাশিমবাজার কুঠিতে পরিণত হয়েছে।

‘আমাদের এখন ভাবতে হবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা হবে কিনা? এখন নতুন করে ভাবতে হবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে কিনা?’
শাজাহান খান বলেন, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা বিদেশি মুদ্রাসহ ধরা পড়লেন। পরে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে দেশে ফেরত নেওয়া হয়েছে।

‘আরেকজন কর্মকর্তা ফারিনা আরশাদ জঙ্গিদের উস্কানি দেওয়া শুরু করলেন, কয়েকজন জঙ্গি ধরা পরার পর বিষয়টি স্বীকারও করলো তারা। পরে তাকেও প্রত্যাহার করেছে পাকিস্তান। ’

নতুন আইনের দাবি জানিয়ে তিনি বলেন, বাঙালি জাতির বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিচার করার বিষয়ে আইন করতে হবে।

পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে নৌমন্ত্রী বলেন, ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীসহ অন্য যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ রয়েছে সেই পাকিস্তানি সেনা কর্মকর্তাদের তালিকা আমরা করছি। এদের বিচারের ব্যবস্থা করতে হবে।

‘বাংলাদেশের কাছে পাকিস্তান ‌ঋণী’ উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের কাছে বাংলাদেশ ৩৫ হাজার কোটি টাকা পাবে। ১৯৭১ সালে পাকিস্তান এই টাকা ব্যাংক থেকে নিয়েছে, এই টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে।

এ সময় ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবি জানান মন্ত্রী।

তিনি বলেন, একাত্তরের ২৫ মার্চ পাকিস্তান আমাদের ওপর গণহত্যা চালিয়েছিল। তাই এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করতে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।  
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসকে/এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।