বরিশাল: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পায়রা সমুদ্রবন্দর চালু হলে কুয়াকাটাসহ কলাপাড়ার ব্যাপক পরিবর্তন হবে। পাল্টে যাবে এখানকার মানুষের জীবনমান, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন হলিডে হোমস মিলনায়তনে পর্যটন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের পর্যাপ্ত বিনোদন ও সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার। পাশাপাশি এই পর্যটনকেন্দ্রের উন্নয়নের লক্ষে স্থানীয়দের পর্যটকবান্ধব মানসিকতা আনতে হবে।
মেনন বলেন, নৌমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, যাতে পায়রা বন্দরের সঙ্গে পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়। এতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দরের সামগ্রিক উন্নয়ন হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কুয়াকাটা সৈকত রক্ষায় ও বেড়িবাঁধ ভাঙনরোধে ব্যবস্থা নেবে সরকার। সমুদ্রের লবণপানিতে যাতে আবাদি জমি নষ্ট না হয়, সেজন্য স্লুইচগেট মেরামত ও নতুন করে নির্মাণ করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন, জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশারেফ হোসেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আ. বারেক মোল্লা, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছালাম আকন প্রমুখ।
মতবিনিময় সভার আগে অতিথিরা কুয়াকাটায় ওয়াচ টাওয়ার স্থাপনের সম্ভাবতা যাচাই, সৈকতে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গঙ্গামতিচর এবং লেম্পুচর পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর