ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে প্রতিবেশীর মারধরে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ঘোড়াঘাটে প্রতিবেশীর মারধরে শিশুর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিবেশীর মারধরে বিথি আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার  শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে।



এ ঘটনায় শিশুটির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী ঘটনার বাংলানিউজকে জানান, সকালে শালিকাদহ গ্রামের নজরুল ইসলামকে মারধর করছিলেন তার প্রতিবেশীরা। এ সময় নজরুল ইসলামের শিশুকন্যা তার ওপর এসে পড়লে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরে দুপুরে খবর পেয়ে পুলিশ এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পরে শিশুর বাবা নজরুল ইসলাম তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।