বগুড়া: বগুড়া সদর উপজেলার রাজাপুর আনসার ও সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অত্র প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় হুইপ ও বগুড়া সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর ওছমাণ গনি, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন, জাপা নেতা আব্দুল মোমিন, জাকির হোসেন, শামিম, আতাউর রহমান, সাহাদৎ হোসেন, মোত্তালেব হোসেন, হযরত আলী, আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি নুরুল ইসলাম ওমর বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীর সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/আরআই