ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস চাপায় হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
গাজীপুরে বাস চাপায় হেলপার নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাস চাপায় হেলপার নিহত হয়েছে। নিহতের নাম নুরু, বয়স আনুমানিক ২৫।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইটাহাটা এলাকায় কোস্ট টু কোস্ট পোশাক কারখানার গেটের সামনে ঘটনাটি ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, কোস্ট টু কোস্ট পোশাক কারখানার শ্রমিক নিতে ওই বাসটি কারখানায় আসে। কারখানার গেট খুলতে সময় লাগায় হেলপার নুরু বাস থেকে নেমে গেটের সামনে দাঁড়ায়। পরে গেট খুলে দিলে চালক বাসটি সামনের দিকে টান দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।