ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাসের আগুনে মৃত দুই শিশুর দাফন সম্পন্ন বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
গ্যাসের আগুনে মৃত দুই শিশুর দাফন সম্পন্ন বরিশালে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: রাজধানীর উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হওয়ার ঘটনায় নিহত দুই শিশুর দাফন কার্য বরিশালে ওই শিশুদের নানা বাড়িতে সম্পন্ন হয়েছে।

নগরীর নবগ্রাম সড়কের মারকাজ মসজিদ গোরস্তানে শনিবার রাত সাড়ে আটটায় জানাজা শেষে দাফন করা হয়।



স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক জানান, আলতাফ হোসেন খানের ছোট মেয়ে সুমাইয়া আক্তার, তার স্বামী মো. শাহনেওয়াজ এবং ৩ পুত্র সন্তান শুক্রবার সকালে গ্যাস থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হন।

ওই দিন বিকেল সাড়ে ৫ টায় সালিন বিন নেওয়াজ (১৪) এবং এর ঘণ্টা খানিক পর ১৪ মাস বয়সী জাওয়ান বিন নেওয়াজ মারা যায়।

মৃতদেহ শনিবার রাত সাড়ে আটটায় বরিশালে নানা বাড়িতে আনা হয়। এখানে জানাজা শেষে মারকাজ মসজিদ গোরস্তানে দুই শিশুকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।