ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য-প্রযুক্তির যুগে কাগতিয়া দরবার বিশ্ববিরল

স্টাফ ও আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
তথ্য-প্রযুক্তির যুগে কাগতিয়া দরবার বিশ্ববিরল ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বায়তুল মোকাররম চত্বর থেকে: তথ্য-প্রযুক্তির এ যুগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে রয়েছে বিশ্ববিরল রূহানি প্রযুক্তি 'তাওয়াজ্জুহ্ বিল গায়েব' এমন কথা জানিয়েছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া

শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেয়ার সময় এমন কথা জানান তিনি।

অধ্যাপক ফোরকান বলেন, গাউছিয়াতের  রূহানি প্রযুক্তিতে বিশ্বের যে কোন দেশের মুসলিম নারী নিজগৃহে বসে তরিক্বতের নেয়ামত গ্রহণ করে নূরে মুহাম্মদীর জ্যোতিতে আলোকিত হতে পারেন।

 

এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইবরাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা এমদাদুল হক মুনিরী প্রমুখ।

মাওলানা সেকেন্দার আলী, মাওলানা মোহাম্মদ ফোরকান, মাওলানা মোহাম্মদ শাহজাহান নোমান এদের বক্তব্য ইতিমধ্যে শেষ হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সভাপতি ও চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসুল হজরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এফবি/আরআই

** ঢাকায় এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল
** আদর্শ শাখার স্বীকৃতি পেল দুবাই-ওমান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।