ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ‘ভাবনার ছায়াপাত’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
সিলেটে ‘ভাবনার ছায়াপাত’ বইয়ের মোড়ক উন্মোচন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগের প্রভাষক প্রণবকান্তি দেবের ‘ভাবনার ছায়াপাত’ প্রবন্ধগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য বইটির মোড়ক উন্মোচন করেন।



নগরীর জিন্দাবাজারে মঙ্গলবার (০১ মার্চ) রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়। ‍উপস্থিত ছিলেন সাহিত্যিক ড. স্বপ্না ভট্টাচার্য।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. মোস্তাক আহমাদ দীন, সাংবাদিক রেজওয়ান আহমদ, সাংবাদিক সংগ্রাম সিংহ, সহকারী অধ্যাপক সুশান্ত আচার্য, প্রভাষক অশোক বিজয়, লেখক ও সংগঠক মেহেদী কাবুল, প্রভাষক সুমন রায়, তরুণ সংগঠক মবরুর আহমদ সাজু, সুবিনয় আচার্য, নাঈম হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এনইউ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।