ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে চার মাদকাসক্তের ৭ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
না.গঞ্জে চার মাদকাসক্তের ৭ দিনের কারাদণ্ড ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার মাদকাসক্তকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২ মার্চ) দুপুরে আড়াইহাজারের রোকনউদ্দিন মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে অভিযান চালিয়ে ওই চার মাদকাসক্তকে আটক করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমা আশরাফী।



সাজাপ্রাপ্তরা হলেন- কৃষ্ণপুরা গ্রামের সুরুজ মিয়ার ছেলে রুবেল (২৪), আড়াইহাজার গ্রামের কবির হোসেনের ছেলে কাউসার (২৫), অতুল বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (২৪) ও পরেশ দত্তের ছেলে রতন দত্ত (২৮)।

এ বিষয়ে নাজমা আশরাফী বাংলানিউজকে জানান, রোকনউদ্দিন মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের আশপাশে প্রায়ই মাদকের আসর বসিয়ে বিদ্যালয়টিতে আসা ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাতো বলে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ ছিলো।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।