ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে মাদক বিক্রতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
না’গঞ্জে মাদক বিক্রতা গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রউফ মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সে কুতুবপুর এলাকার মো. মালেক ফকিরের ছেলে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (০১ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ পরিদর্শক (সিআইডি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবা, ৬০ পুরিয়া গাঁজা ও কয়েকটি মোবাইলসহ আব্দুর রউফ মিয়াকে আটক করে।

পরে বুধবার ফতুল্লা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।