নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রউফ মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (০১ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ পরিদর্শক (সিআইডি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবা, ৬০ পুরিয়া গাঁজা ও কয়েকটি মোবাইলসহ আব্দুর রউফ মিয়াকে আটক করে।
পরে বুধবার ফতুল্লা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
ওএইচ/আইএ