ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শ কমিশনের বৈঠক জুলাইয়ে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শ কমিশনের বৈঠক জুলাইয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীরা নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।



বুধবার (০২ মার্চ) দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এ বিষয়ে একমত হন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই মন্ত্রী পানিসম্পদ, ব্যবসা-বাণিজ্য, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিভিত্তিক সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত রাইসিনা সংলাপে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এখন দিল্লি সফর করছেন। মঙ্গলবার রাইসিনা ভবনে শুরু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে আরও বক্তব্য রাখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রমুখ।

তিন দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ৪০টি দেশের প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সংলাপ চলবে আগামী শনিবার (০৩ মার্চ) পর্যন্ত। সিঙ্গাপুরের সাংগ্রিলা সংলাপের আদলে রাইসিনা সংলাপের আয়োজন করা হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তঃযোগাযোগ, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, তথ্য ও প্রযুক্তির বিকাশ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি, সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।