ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন অরনি ও আলভির রহস্যজনক মৃত্যুর ঘটনায় জব্দকৃত আলামতের ডিএনএ ও রাসায়নিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (০২ মার্চ) দুই ভাই-বোনের ব্যবহৃত চাদর, বালিশের কাভার, টিস্যু ও কম্বলের ডিএনএ প্রোফাইল এবং চায়নিজ খাবার ও পানির বোতলের রাসায়নিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করেন রামপুরা থানার এসআই সোয়েম কুমার বড়ুয়া।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম আলামতগুলোর ডিএনএ ও রাসায়নিক পরীক্ষার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
বনশ্রী বি ব্লকের ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মৃত্যু ঘটে নুসরাত আমান অরনি (১৪) ও আলভি আমান (৬) নামের ওই দুই ভাই-বোনের। তারা গার্মেন্টস ব্যবসায়ী আমান উল্লাহ আমান ও গৃহিণী মাহফুজা মালেক জেসমিন দম্পতির দুই সন্তান।
স্বজনরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি রাতে পরিবারটি বাইরে খেয়ে চাইনিজ খাবার বাসায় নিয়ে আসে। ২৯ ফেব্রুয়ারি দুপুরে বাবার নিয়ে আসা ওই চায়নিজ খেয়ে ঘুমিয়ে পড়ে দুই ভাই-বোন অরনি ও আলভি। কিন্তু সন্ধ্যায় দীর্ঘ সময় ডাকার পরও না জাগায় অচেতন অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল।
অরনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার ৭ম শ্রেণি এবং তার ভাই আলভি বনশ্রীর হলিক্রিসেন্ট স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিলো।
ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ময়না তদন্ত শেষে ১ মার্চ সকালে সাংবাদিকদের বলেন, ‘দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। অরণীর চোখে রক্ত জমাট ও গলায় আঘাত এবং আলভীর পায় ও গলায় আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে‘।
ফুড পয়জনিং হয়েছিল কি-না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিসেরা পরীক্ষার জন্য আলামত মহাখালীতে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে বিষয়টি জানা যাবে’।
বাংলাদেশ সময়:১৭৪৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এমআই/এএসআর
** জিজ্ঞাসাবাদে ঢাকায় আনা হচ্ছে বাবা-মা-খালাকে
** হত্যা ধারণায় তদন্তে গুরুত্ব দুই বিষয়ে
** ভাই-বোনের মরদেহ নেওয়া হচ্ছে জামালপুরে
** ভাই-বোনের শরীরে আঘাতের চিহ্ন
** কিন্ট চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজারসহ ৩ জন আটক
** আর চাইনিজের আবদার করবে না অরনী, সাইকেল চালাবে না আলভী
** হোটেলের খাবার খেয়ে রামপুরায় ২ শিশুর মৃত্যু