কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় সৌদিয়া পরিবহন বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস চালক।
শনিবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে।
নিহতদের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে তারেক মজুমদারের (৩৫) পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস সুজাতপুর রাস্তার মাথায় এলে একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় রাস্তার পাশে বাসটি থামানো হলে যাত্রীরা নেমে অপেক্ষা করতে থাকেন। বাসের পেছনে এ সময় বাস চালকসহ তিনজন দাঁড়িয়ে ছিলেন।
হঠাৎ একটি পিকআপ ভ্যান এসে পিছন থেকে দুই যাত্রী ও বাস চালককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর