ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৯৭ বার মঞ্চস্থ ‘লাল জমিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
৯৭ বার মঞ্চস্থ ‘লাল জমিন’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৯৭তম বারের মতো মঞ্চস্থ হলো শূন্যন রেপার্টরি থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লাল জমিন’।

শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে এটি মঞ্চস্থ হয়।


 
যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতার নাট্যপ্রকাশ লাল জমিন। মান্নান হীরা রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত এ নাটকের একক অভিনেত্রী ছিলেন মোমেনা চৌধুরী।

নাটকটি পরিবেশনার নেপথ্যে ছিলেন ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।
 
মুক্তিযুদ্ধে চৌদ্দ বছর বয়সী এক কিশোরীর অংশগ্রহণ, লক্ষ্যে পৌঁছাবার আগেই পুরুষ যোদ্ধাদের শহীদ হওয়া, নারী সদস্যদের ওপর নেমে আসা ভয়াবহ নির্যাতন, কিশোরীর ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতা সম্মুখে দাঁড় করিয়ে দেয় লাল জমিন। স্বাধীনতা অর্জনই কেবল লাল জমিন এর সমাপ্তি দৃশ্য নয়, এরপরে যুক্ত হয়েছে বিগত ৪৪ বছরে বাংলাদেশের যুদ্ধোত্তর সেই ঘাতক দালালদের বৃত্তান্ত ও একজন মুক্তিযোদ্ধা নারীর উপলব্ধি, যা দর্শকদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবানে জর্জরিত করে।

২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে লাল জমিন প্রথম মঞ্চস্থ হয়। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন স্থানে এটি দর্শককে মুগ্ধতায় আচ্ছন্ন করেছে।

৩১ মার্চ নাটকটির শততম পরিবেশনা হবে শিল্পকলা একাডেমিতে। এর আগে ৯৮তম পরিবেশনা ৬ মার্চ মুন্সীগঞ্জের লৌহজং এবং বিমান বাংলাদেশের বলাকা মিলনায়তনে ৮ মার্চ ৯৯তম পরিবেশনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এইচআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।