বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আয়নুল মন্ডল (১৯) নামের এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৫ মার্চ) বেলা ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ এ কারাদণ্ড দেন।
আয়নুল উপজেলার ধাপ সুখানগাড়ী এলাকার হায়দার আলীর ছেলে।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এ দণ্ড দেন।
দুপচাঁচিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এমবিএইচ/বিএস