ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
সাভারে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত

সাভার (ঢাকা): সাভারে স্ট্যান্ডার্ড গ্রুপের কাভার্ড ভ্যানের চাপায় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (০৫ মার্চ) রাতে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



হযরত আলী নামে একজন প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, উলাইল এলাকার এইচ আর গার্মেন্টসের নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর নিজ কর্মস্থলের উদ্দেশে বের হয়ে স্টান্ডার্ড গার্মেন্টসের সামনে পৌঁছালে ওই গার্মেন্টস এর শিপমেন্টের একটি কাভার্ড ভ্যান এ সময় ওই নিরাপত্তাকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এতে এলাকার বিক্ষুব্ধ শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ওই গার্মেন্টসের একটি গাড়ি ও কারখানার মেইন গেটে ব্যাপক ভাঙচুর চালান।

খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক শাহীন মোল্লা বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত  পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত জাহাঙ্গীর নড়াইল জেলার লোহাগড়া থানার নয়াপাড়া নন্দী গ্রামের রাজ্জাক শেখের ছেলে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এইচএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।