কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছুরিকাঘাতে ইসমাইল হোসেন পলাশ (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৮ মার্চ) গভীর রাতে পৌর এলাকার নাটালের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ উপজেলার আগানগর ইউনিয়নের মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি কিশোরগঞ্জ জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু তাহের মিয়া বাংলানিউজকে জানান, পুলিশ ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার শরীরে ছুরিকাঘাত রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এমজেড