ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় গত ০৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জুনায়েদকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় সাহাদাত বাহিনীর ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
সোমবার (০৭ মার্চ) দিবাগত রাতে মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মৃদুল ওরফে বাবু (৩৪), মিটু (২৭) ও জুয়েল (২৮)।
আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাব-৪ এ এএসপি মাহফুজা।
তিনি বলেন, বেলা ১১টায় র্যাব-৪ এর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এনএ/বিএস