ঢাকা: একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় ষড়যন্ত্র পরাজিত হয়েছে এবং রাজপথের আন্দোলন জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে রায় ঘোষণার পর শাহবাগে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
ইমরান এইচ সরকার বলেন, জামায়াতের অর্থ-প্রতিপত্তি ব্যবহার করে এ রায় প্রভাবিত করার চেষ্টা করেছেন মীর কাসেম। এ রায়ের মাধ্যমে আদালত আবারও প্রমাণ করলো কোনো অপরাধের ক্ষেত্রে আদালত আপস করে না।
তিনি বলেন, এ রায়ের মধ্যে দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যড়যন্ত্র পরাজিত হয়েছে।
এসময় তিনি মীর কাসেমের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।
** সবশেষে ভালো ফল পেলাম
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এএ