ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উদ্ধার অভিযানে নৌবাহিনীর ২ জাহাজ ১ এয়ারক্র্যাফট

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
উদ্ধার অভিযানে নৌবাহিনীর ২ জাহাজ ১ এয়ারক্র্যাফট

ঢাকা: কক্সবাজারে বঙ্গোপসাগর উপকূল এলাকায় বিধ্বস্ত বেসরকারি কার্গো উড়োজাহাজ উদ্ধারে নেমেছে নৌবাহিনী। ঢাকায় নৌ সদর দফতর থেকে জানানো হয়েছে এরই মধ্যে দুটি জাহাজ ও একটি এয়ারক্র্যাফট এই উদ্ধার অভিযানে গেছে।

 

নৌ সদর দফতর জানায়, তাদের জাহাজ অপরাজেয় এবং অতন্দ্র এরই মধ্যে রওয়ানা হয়ে গেছে। উপর থেকে সহযোগিতার জন্য রয়েছে একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট।

বুধবার (০৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে ট্রু-এভিয়েশনের একটি চিংড়ির পোনাবাহী কার্গোবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ক্যাপ্টেন গোফরে (৪৮) নিহত হন। আহত হন অপর কো-পাইলটের নাম পেট্রো ভিবেন (৪৫)।

কার্গো উড়োজাহাজটির অপর দুই আরোহী প্রকৌশলী নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময় ১১৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।