খুলনা: পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (০৯ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা মোড়ে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার ও খালিশপুর জুটমিল, আটরা-গিলাতলা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং যশোরের রাজঘাট এলাকায় জেজেআই ও কার্পেটিং জুটমিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচি চলাকালে এসব এলাকার সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খুলনার আটরা শিল্প এলাকায় কর্মসূচি চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্মআহ্বায়ক ও আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুল সালাম জমাদ্দার।
এ সময় আরও বক্তব্য রাখেন- শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া, রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক এস এম জাকির হোসেন, ঐক্য পরিষদের সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, আলীম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম লিটু প্রমুখ।
বক্তারা বলেন, পাটকলগুলোতে চরমভাবে কাঁচা পাটের সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে শ্রমিকরা সপ্তাহের মজুরি সপ্তাহে পান না। ইতোমধ্যে মিলগুলোর শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। তাই পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
সমাবেশে জানানো হয়, বুধবারের দু’ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ ছাড়াও শুক্রবার (১১ মার্চ) বিকেল ৪টায় খুলনার আটরা শিল্প এলাকায়, ঢাকার ডেমরা, নরসিংদী এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রমিক জনসভা, রোববার (১৩ মার্চ) সকাল ১০টায় রাজপথে লাল পতাকা মিছিল, সোমবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ, শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৪টায় খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে দাবির পক্ষে জনসভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এমআরএম/আরএইচএস/টিআই
** খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধ