বরিশাল: বরিশালে মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে বার হাজার মিটার অবৈধ জালসহ ১২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার (০৯ মার্চ) সকাল পর্যন্ত বরিশালের মেঘনা নদীতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযানে ১২ জনকে আটকের পাশাপাশি ৬ হাজার মিটার কোনা জাল, ৪ হাজার ৫শ মিটার গাড়া কোনা জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকরা প্রায় জালের মূল্য প্রায় ১১ লাখ টাকা হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল দাস।
আটককৃত ১২ জনকে দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর আদালতে তোলা হবে বলে জানান তিনি।
আটককৃতরা হলেন, হিজলা উপজেলার মনির হোসেন, জব্বার, শামীম, মোসলেম ও মেহেন্দিগঞ্জ উপজেলার মাসুদ চৌকিদার, জসিম, আব্দুর রহমান, কামাল হোসেন, বেল্লাল চৌকিদার, আব্দুল মান্নান, নাসের ও মামুন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএইচ