ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: নানা আয়োজনে খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দিবসটি পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ৠালি, মহড়া, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।



দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সি এ হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মান্নান।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন। প্রদীপনের আবদুল্লাহ সাঈদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্যোগের সময় করণীয়সহ বিভিন্ন চিত্র তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অত্যন্ত দুর্যোগপ্রবণ অঞ্চল। আর যেকোনো দুর্যোগে দারিদ্র্যপীড়িত দেশগুলোই বেশি ক্ষতির সম্মুখীন হয়। প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব।

বক্তারা আরও বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে। তাই এ ব্যাপারে এখনই প্রস্তুতি নিতে হবে। দুর্যোগের সময় দক্ষতার সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জনেও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ থাকা জরুরি।

এর আগে সকাল নয়টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য ৠালি বের করা হয়।   খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের নেতৃত্বে র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
পরে কালেক্টরেট প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অগ্নিনির্বাপনসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রমের ওপর মহড়া প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা,  মার্চ ১০, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।