রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮শ’ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল।
বুধবার (০৯ মার্চ) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানোনো হয়।
আটকরা হলেন- রাজপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে শামসুদ্দিন (৫০) এবং একই উপজেলার চরহরিশপুর গ্রামের কশিমুদ্দীন বিশ্বাসের ছেলে আবদুর রহিম (৪০)।
ৠাব জানায়, চাঁপাইনবাবগঞ্জের রাজপাড়া গ্রামে হেরোইন কেনা-বেঁচা হচ্ছে এমন খবর পেয়ে গোপনে অবিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৮০ লাখ টাকা। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেরোইনসহ আটক ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসএস/বিএস