ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
সেনবাগে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নে ইলিয়াস ভূঁইয়া ওরফে কালা মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাস এ আদেশ দেন।



কারাদণ্ডাদেশ প্রাপ্ত ইলিয়াসের বাড়ি ওই ইউনিয়নের মধ্য বিজবাগ গ্রামে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজবাগ ইউনিয়ন থেকে বাংলা মদসহ ইলিয়াসকে আটক করের পুলিশ। পরদিন দুপুরে ইলিয়াসকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।