জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চক শিমুলিয়া গ্রামে বাল্য বিয়ে দেওয়ার সময় বর-কনের বাবাসহ পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন-কনের বাবা আবুল কালাম আজাদ (৪১), বর পারভেজ (২২), বরের বাবা লুৎফর রহমান (৪২) ও সাব কাজী আমিনুল ইসলাম (৩৭) কে এক মাসের কারাদণ্ড এবং বরের বাবা, সাব ও মূল কাজী শফিকুল ইসলামকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চক শিমুলিয়া গ্রামে কৃষক আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, দুপুরে চক শিমুলিয়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদের মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া কামরুন নাহারের সঙ্গে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার লুৎফর রহমানের ছেলে মুদি দোকানী পারভেজের বাল্যবিয়ের আয়োজন করা হয়।
এ খবর জানতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় এবং বিয়ের সঙ্গে জড়িত মেয়ের বাবা আবুল কালাম আজাদ, বর পারভেজ, বরের বাবা লুৎফর রহমান, মূল কাজী শফিকুল ইসলাম ও সাব কাজী আমিনুল ইসলামকে আটক করে পাঁচবিবি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দিন আল ফারুকের কার্যালয়ে হাজির করে।
পরে বিচারক নূরুদ্দিন আল ফারুক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে দেওয়ার দায়ে ওই পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএ