ময়মনসিংহ: ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে ময়মনসিংহ পৌরসভার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কিপার বিজয় কৃষ্ণ, পৌরসভা প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, কাউন্সিলর শরাফ উদ্দিন, ফারুক হাসান, গোলাম রফিক দুদু, লিয়াতক আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইছমত আরা বানু, রোকসানা পারভিন কাজল, খোদেজা আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএম।