ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ২ ইয়াবা ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
পাথরঘাটায় ২ ইয়াবা ব্যবসায়ী আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের আজিজাবাদ এলাকার আ. কুদ্দুস হাওলাদারের ছেলে শওকত ইসলাম শিমু ও কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের বজলুর রহমান জোমাদ্দারের ছেলে মো. জসিম।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চরদুয়ানী বাজারে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রথমে জসিমকে চার পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে জসিমের দেওয়া তথ্যমতে ইয়াবা বিক্রেতা (পরিবেশক) শওকত ইসলাম শিমুকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা এলাকা থেকে আটক করা হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শওকত ইসলাম শিমু পাথরঘাটায় ইয়াবার পাইকারি ব্যবসায়ী। তিনি মাছের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন। শিমুর কাছ থেকে পাইকারি হিসেবে নিয়ে খুচরা বিক্রি করতেন জসিম।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে বলেন, আটক দু’জনকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।