ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে চা বাগানের সহকারী ব্যবস্থাপকদের সনদ বিতরণ

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
শ্রীমঙ্গলে চা বাগানের সহকারী ব্যবস্থাপকদের সনদ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) ৫১তম বার্ষিক প্রশিক্ষণ কোর্স শেষে চা বাগানের সহকারী ব্যবস্থাপকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

এ সময় অংশগ্রহণকারী ৪২ জনের মধ্যে থেকে পরীক্ষার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর নামও ঘোষণা করা হয়।



বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল পাঁচটায় বিটিআরআই’র সেমিনার কক্ষে সনদপত্র প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও চা বিজ্ঞানী ড. মাইনউদ্দিন আহমেদ।
 
বিটিআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শামীম আল মামুনের সঞ্চালনায় বক্তব্য অনুষ্ঠানে রাখেন কোর্স আহ্বায়ক ও ম‍ুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলতাফ হোসেন, তেলিয়াপাড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সনৎ কুমার দত্ত, মির্জাপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক রায়হান উর রহমান, বৃন্দাবন চা বাগানের সহকারী ব্যবস্থাপক আবদুল আজিজ চৌধুরী প্রমুখ।
 
মাইজদিহি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রশিক্ষকরা প্রথমে প্রেজেনটেশন পরে প্রাকটিক্যাল ফিল্ড প্রদর্শনীর মাধ্যমে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। আমরা ছয় দিনব্যাপী প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগাবো।
 
প্রশিক্ষণ কোর্সে ৯৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন নালুয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সুলতান মো. মনোয়ারুল ইসলাম। ৯৪ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন পাঁচজন।

তারা হলেন- লংলা চা বাগানের সহকারী ব্যবস্থাপক রিপন শেখ, আমু চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. তারিক আজিজ, চান্দপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক তাসফির দাউদ রিমেন, তেড়িয়াপাড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সনৎ কুমার দত্ত এবং বিটিআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা নাইম মোস্তফা আলী।
 
৯৩ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন চারজন। তারা হলেন- চান্দপুর চা বাগানের চা বাগানের সহকারী ব্যবস্থাপক পাভেল রহমান, গাজীপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক সোহরাব হোসেন, নেপচুন চা বাগানের সহকারী ব্যবস্থাপক নাসিম আল মামুন এবং মির্জাপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক এস এম জুলকার নাইন।

গত শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি-পিএসসি।

এতে ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, ফিলনে চা, এম এম ইস্পাহানি, ন্যাশনাল টি কোম্পানি (এটিসি), বিটিআরআই, বাংলাদেশ চা বোর্ড, প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) প্রতিনিধি এবং ব্যক্তি মালিকানাধীন কিছু চা বাগানের মোট ৪২ জন সহকারী ব্যবস্থাপক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিবিবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।