ঝিনাইদহ: ক্রিকেট খেলায় তর্কাতর্কিকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে নয়ন হোসেন (১৫) নামে এক যুবককে এলোপাতারি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শহরের আদর্শপাড়ায় শামসুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত কিশোর নয়ন হোসেন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে শহরের মর্নিংবেল স্কুলের পিছনে একটি মাঠে এলাকার দুই গ্রুপের ক্রিকেট খেলা হয়। এ সময় নয়নের সঙ্গে প্রতিপক্ষের কয়েকজনের তর্কাতর্কি হয়।
ওই ঘটনার জের ধরে রাত পৌনে ৮টার দিকে প্রতিপক্ষের কয়েকজন শামসুলের বাড়ির সমানে নয়নকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, অবস্থার অবনতি হওয়ায় নয়নকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর