ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় তিন দিনব্যাপী টাটা মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
নেত্রকোনায় তিন দিনব্যাপী টাটা মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী টাটা গ্র্যান্ড মেলা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।



মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলী আজগর খান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমাদ, টাটা মটরস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মুকুল মানীস, নিটল মটরস লিমিটেডের সিইও মোস্তাক আহমেদ প্রমুখ।

পরে আবদুল মাতলুব আহমাদ নেত্রকোনাবাসীর জন্য নেত্রকোনা-ঢাকা রুটে আরামদায়ক চলাচলে চারটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালুর ঘোষণা দেন।

এছাড়া নেত্রকোনা পৌরসভার জন্য একটি পিকআপভ্যান ও জেলা পুলিশের ব্যবহারের জন্য একটি লেগুনা উপহার দেন তিনি।

পরে পৌর মেয়র নজরুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমানের হাতে গাড়ির চাবি তুলে দেন উপমন্ত্রী আরিফ খান জয়।

এদিকে, মেলার শুরুতে উপস্থিত মানুষদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।