ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিসিএস উত্তীর্ণদের প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিসিএস উত্তীর্ণদের প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শুন্য পদে বিসিএস উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশকৃত নয় এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এটা না করলে ডাক্তার কিংবা পুলিশের মতো নিয়োগ ক্ষমতা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।


 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
 
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আব্দুর রহমান, নজরুল ইসলাম বাবু, আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রজিয়া কাজল অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, এনসিটিবি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
 
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে নিড বেইজ সার্ভের মাধ্যমে প্রয়োজনীয়তার নিরিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু, প্রাথমিক ও প্রাক প্রাথমিকের বই ১ জানুয়ারির মধ্যে বিদ্যালয়ে পৌঁছানো এবং বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়িয়ে প্রাথমিক পর্যায়ে সব শিশুর অংশগ্রহণ নিশ্চিত কর‍ার বিষয়ে আলোচনা হয়।

কমিটি ভবিষ্যতে এনসিটিবি’র মাধ্যমে যেসব বই ছাপা হবে সেসব বইয়ের মুখবন্ধে সরকারের বিনামূল্যে বই বিতরণের উদ্যোগের প্রতিফলন সুনির্দৃষ্টভাবে উল্লেখ করার সুপারিশ করে। এছাড়া বৈঠকে নৈশ্য প্রহরী কাম দপ্তরি নিয়োগে হাইকোর্টে যে রিট তা নিষ্পত্তি করে দ্রুত নিয়োগের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।