ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বোদায় অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৫ ঘর ভষ্মিভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বোদায় অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৫ ঘর ভষ্মিভূত

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৫ ঘর পুড়ে গেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় জেলার বোদা থানার ডাঙ্গা বস্তিতে এ ঘটনা ঘটে।



এসময় ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ধান-চালসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। খবর পেয়ে পঞ্চগড় ও বোদা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, রাতে ওই এলাকার শাহিনুর ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও বোদা ও পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। এরই মধ্যে ৭টি পরিবারের প্রায় ১৫টি ঘর পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।