ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় গরুবোঝাই নৌকাডুবি, ২১ গরুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
যমুনায় গরুবোঝাই নৌকাডুবি, ২১ গরুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ২৭টি গরু বোঝাই নৌকা ডুবে গেছে। এর মধ্যে ২১টি গরু মারা গেছে, বাকী ৬টি গরু জীবিত উদ্ধার করেছে বেপারিরা।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এনায়েতপুর নৌকাঘাট থেকে যমুনা নদীর আড়াই শ’ মিটার দূরে এ ঘটনা ঘটে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, শ্যালো ইঞ্জিনের নৌকায় টাঙ্গাইলের চারাবাড়ি ঘাটের উদ্দেশে রওয়ানা হওয়ার পরে ঘাট থেকে আড়াই শ’ মিটার দূরে নৌকাটি তলিয়ে যায়। এসময় ৬টি গরু সাঁতরে তীরে উঠলেও বাকী ২১টি গরু ডুবে মারা যায়।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।