সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ২৭টি গরু বোঝাই নৌকা ডুবে গেছে। এর মধ্যে ২১টি গরু মারা গেছে, বাকী ৬টি গরু জীবিত উদ্ধার করেছে বেপারিরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এনায়েতপুর নৌকাঘাট থেকে যমুনা নদীর আড়াই শ’ মিটার দূরে এ ঘটনা ঘটে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, শ্যালো ইঞ্জিনের নৌকায় টাঙ্গাইলের চারাবাড়ি ঘাটের উদ্দেশে রওয়ানা হওয়ার পরে ঘাট থেকে আড়াই শ’ মিটার দূরে নৌকাটি তলিয়ে যায়। এসময় ৬টি গরু সাঁতরে তীরে উঠলেও বাকী ২১টি গরু ডুবে মারা যায়।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এটি