ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাক চাপায় মেয়ে নিহত, বাবা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
পার্বতীপুরে ট্রাক চাপায় মেয়ে নিহত, বাবা আহত ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাক চাপায় রুবাইয়া খাতুন নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত মারা গেছে। এসময় ট্রাকের ধাক্কায় তার বাবা রমজান আলী (৪০) আহত হন।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনি রেল গেটের পাশে এ ঘটনা ঘটে।

বড়পুকরিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজামান জানান, রাস্তা পার হওয়ার সময় একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-৯৯-১৪) চাপা দিয়ে ঘটনাস্থলেই রুবাইয়া মারা যায়। আহতকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।