ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় ৩০ বছর বয়সী দুই সন্তানের জননীকে এসিডে ঝলসে দিয়েছে স্বামী শেখ নজরুল ইসলাম। এতে ওই গৃহবধূর গলা, বাম হাত এবং মুখমণ্ডলের এক তৃতীয়াংশ পুড়ে গেছে।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এসিড দগ্ধ গৃহবধূকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিলো।

ভুক্তভোগী গৃহবধূর মামা জানান, গত চার/পাঁচদিন অাগে তাদের সমস্যা নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, ইতোমধ্যে নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।