ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নং ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

  এতে সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শয়েস্তাগঞ্জে আটকা পড়েছে।

কমলগঞ্জ রেলস্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বাংলানিউজকে বলেন, রেললাইন মেরামতকারী দল এসে কাজ শুরু করেছে। আশাকরছি সন্ধ্যে নাগাদ মেরামত কাজ শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৮৩২/১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।