গাজীপুর: গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার টঙ্গী-ঘোড়াশাল ওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৩ বছর।
তার পরনে লাল রংঙের হাফ প্যান্ট ও সাদা ফুল শার্ট রয়েছে।
টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ধারনা করা হচ্ছে হঠাৎ রোগাক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএস/জেডএস