ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঐতিহ্যবাহী বাউল মেলা

ছবি ও স্টোরি: শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ঐতিহ্যবাহী বাউল মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডেমরার বাউলাপাড়ায় চলছে তিন দিনব্যাপী বাউল মেলা। ঐতিহ্যবাহী এ মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে বাউলরা এসে জড়ো হন।



মেলা প্রাঙ্গণে ছোট-বড় কয়েকটি মন্দির রয়েছে, মূলত মন্দিরকে কেন্দ্র করেই আয়োজিত হয় ঐতিহ্যবাহী এ মেলা।

মন্দিরের চারপাসে বসে গানের আসর। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকা আনন্দ উৎসবে মেতে ওঠে। দেশ-বিদেশের বাউলদের গানে ও পূণ্যার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে ডেমরায় বালু নদীর তীরে বাউল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাউল মেলা।

দেবতা ব্রহ্মার পূজায় হাজার হাজার হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ অংশ নেয় এ মেলায়। দেশ ও নিজের কল্যাণসহ মনোবাসনা পূরণের জন্য উপবাস থেকে গঙ্গায় পূন্যস্নান করে মহাযজ্ঞে অংশ নিয়েছে তারা। বাউল সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী ২৮৫ বছর ধরে এ মেলা আয়োজিত হয়ে আসছে।

মেলাকে ঘিরে তুরাগ নদীর পাড় ঘেঁষে জমে উঠেছে বিশাল মেলা। মেলায় কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি কুটির শিল্প পণ্য, ইলেকট্রনিক সামগ্রী, মিষ্টির দোকানসহ অগণিত দোকানে নারী-শিশুসহ সবাই কেনাকাটা করছেন।

নাগরদোলাসহ বিনোদনমূলক বিভিন্ন রাইড আকর্ষণ করছে মেলায় আসা অগণিত শিশু-কিশোরদের।

নাগরদোলাই নয় এবারের মেলায় প্রথম শিশুদের জন্য রয়েছে রেলগাড়ি।       


মেলায় প্রায় ২শ’ ৮০টির বেশি দোকান বসেছে। দোকানগুলোর বেশিরভাগই শিশুদের খেলনার দোকান।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।