ঢাকা: রাজধানীর রামপুরায় বোনের বাড়িতে আত্মহত্যা করেছে রবিঘোষ (২৫) নামের এক যুবক।
রবিঘোষের বোন সোনালী ঘোষ বাংলানিউজকে জানান, তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরায়।
বনশ্রী আবাসিক এলাকার ১নং রোডের, ব্লক ই’র ৭নং বাড়িতে থাকেন তারা। রবি তার বাসায় থেকে চাকরি করতো। তবে কিছুদিন আগে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। কয়েকদিন আগে ফের তাকে ঢাকায় ফিরিয়ে এনে একটি পোশাক কারখানায় চাকরি দেয়া হয়। অন্যান্য দিনের মত বুধবার রাতে নিজের ঘরে শুতে যায় রবি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা পর্যন্ত তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এ সময় সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিকে মৃত ঘোষণা করেন।
লাশ এখন জরুরি বিভাগ মর্গে আছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।