বগুড়া: বগুড়ার শাজহানপুরে অস্ত্র-গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে (মামলা নং ১৮)।
এছাড়া ৪জনকে আসামি করে অস্ত্র আইনে পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৯)।
প্রসঙ্গত, বুধবার (২৪ফেব্রুয়ারি) বিকেল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে টাইগার স্পোটিং ক্লাব থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ওমরদীঘি বাসস্ট্যান্ড এলাকার টাইগার স্পোটিং ক্লাবে অভিযান চালিয়ে ১১টি ককটেল, ৩৬টি ছুরি, রামদা, বল্লম জব্দ করে।
এছাড়া ক্লাবের বাইরে রাখা প্রাইভেটকার থেকে একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় ক্লাব থেকে আসাদুর রহমানকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/এমজেএফ