ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পিলখানা হত্যায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
পিলখানা হত্যায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ছবি : রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ন্যাপ ভাসানী এবং জাগো বাঙ্গালী নামের দুই সংগঠন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ সমবেদনা জানানো হয়।



এ সময় বক্তারা বলেন,  পিলখানায় বিডিআর এর ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের সঠিক কারণ আজও জাতি জানে না।

এছাড়া এই হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করারও আহ্ববান জানান তারা।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন  জাগো বাঙ্গালী'র চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, আম জনতা পার্টির সভাপতি মো. হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা,ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এফবি/একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।