আশুলিয়া (ঢাকা): মাদকের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি প্রতিষ্ঠান কারিতাস প্রচেষ্টা প্রকল্পের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কারিতাস প্রচেষ্টা প্রকল্পের প্রজেক্ট ইনচার্জ ফরিদ আহমেদ খানের নেতৃত্বে বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র। মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আলোচনা সভা শেষে এলাকাবাসী সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।
কারিতাস প্রচেষ্টা প্রকল্পের প্রজেক্ট ইনচার্জ ফরিদ আহমেদ খান মানববন্ধন থেকে জানান, সাভার ও আশুলিয়ায় মাদকে আসক্ত হয়ে এলাকার যুব সমাজের বড় একটি অংশ আজ বিপথগামী। মাদকসেবীদের পরিবার সমাজ তাদের যন্ত্রণায় অতিষ্ট। মাদকসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র বন অ্যাগেইন, স্বেচ্ছা সেবক সংগঠন এবিফ্রেন্ডস, স্কুলের ছাত্র-ছাত্রী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএনএইচ/জেডএস