ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বগুড়ায় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।


 
মামলায় ট্রাকের চালক, হেলপার ও ফেনসিডিলের মালিককে আসামি করা হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ ট্রাকের হেলপার গোলাম কিবরিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
বর্তমানে তিনি পুলিশি প্রহরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বগুড়া-রংপুর মহাসড়কের সদর উপজেলার বিমান মোড় মাটিডালী এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকাগামী মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করে।
 
এসময় বেরিকেড ভেঙে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ট্রাকের হেলপার গুলিবিদ্ধ হন।
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।