কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আব্দুল সামাদ (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারের নিজ বাড়ির রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুল আলম বাংলানিউজকে জানান, আব্দুল সামাদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়নি।
এদিকে বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইউছুফনগর গ্রামের কবরস্থানের পাশের জমি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সকালে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ