ঢাকা: অভিজিৎ হত্যায় তেমন কোনো ক্লু না থাকলেও কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্তরা বর্তমানে নজরদারিতে আছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেড়টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিস্ট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, অভিজিৎ রায়ের হত্যা ছিল সুপরিকল্পিত। এ কারণে যারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তারা সবাই ছিলেন শিক্ষিত ও সুপ্রশিক্ষিত। এ ধরনের খুনিদের ধরতে সময় লাগে।
‘অভিজিত হত্যাকাণ্ডে এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে’ জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, আটজনের মধ্যে গ্রেফতার দু’জন অর্থাৎ রাহী ও ফারাবী সরাসরি জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যায় প্ররোচণা দেওয়ারও প্রমাণ পাওয়া গেছে।
‘এছাড়া তিনজন ঘটনাস্থলে এবং বাকিরা বইমেলার বিভিন্ন জায়গায় থেকে এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল,’ বলেও জানান তিনি।
ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ছাড়াও কয়েকটি দেশের নাগরিকরা জড়িত। গ্রেফতাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ইমরুল/এমএ