ঢাকা: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে অমরণ অনশনে অংশ নিয়েছেন নিয়োগপ্রাপ্ত নন এমপিও শিক্ষকরা। চতুর্থ দিনের মতো চলছে তাদের এ অনশন কর্মসূচি।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ অনশন কর্মসূচি পালন করছেন তারা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে আন্দোলনরত শিক্ষকদের বক্তব্য, শ্লোগানের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করতে দেখা যায়।
সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায় বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা এ কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের ন্যায্য দাবি, মানতেই হবে। আমরা পরিশ্রম করছি অথচ আমাদের পারিশ্রমিক পাচ্ছি না। এটা অন্যায়। আমাদের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কীভাবে শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করবো?
প্রচার সম্পাদক এনামুল হক বলেন, ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশনা প্রদান করতে হবে। পাশাপাশি সৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত প্রায় ১৫ হাজার শিক্ষকদের চাকরিতে যোগদানের তারিখ থেকে সরকারি বেতন ভাতা অংশ প্রদান করতে হবে।
আমরণ অনশনে উপস্থিত আছেন শিক্ষক নেতা রেজাউল করিম, শাহাদাৎ হোসেন, আমিনুর রহমান, ইলা মন্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
একে/এফবি/জেডএস