বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় আলাদা অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন- উপজেলার শোলাকুড়ি গ্রামের মৃত নূর মোহাম্মদ আলী শেখের ছেলে মোজদার আলী শেখ (২৮) ও শেরপুর পৌর বাজার এলাকার নিশিকান্তি দত্তের ছেলে রামকৃষ্ণ (৫০)।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/এএ