গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাহিদ (৪) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নানা বাড়ির লেট্রিনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- খায়রুল ঢালী (৩৫), লিটন (২৮) এবং আব্দুল হক সরদার (৪০)।
শিশুটি মুকসুদপুর উপজেলার গোয়া বাহারা গ্রামে নানা আদম আলি শেখের বাড়িতে লালন পালন হচ্ছিল। তার বাবা জনি শেখ ও মা ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন। ২২ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয় নাহিদ।
মুকসুদপুর থানার উপ পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, পরিবারের লোকজন সেপটিক ট্যাংকের ভেতর থেকে পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ